কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:৪৮
কক্সবাজারে আবারও হাতির মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলাবাদ ইউনিয়নে আবারও একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের গজালিয়া সংলগ্ন সাতঘরিয়া পাড়ার একটি ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও বন-বিভাগ জানায়, শনিবার (২০ নভেম্বর) রাতের কোনো এক সময় ইসলাবাদ ইউনিয়নের ভুমরিয়াঘোনা রেঞ্জের গজালিয়ায় বন্য হাতিটি লোকালয়ে চলে আসে। বনাঞ্চল থেকে মূলত খাবারের সন্ধানে বেরিয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। ড্রেনে উল্টে পড়ে গিয়ে হাতিটি আর উঠতে পারেনি। সে কারণে হয়তো তার মৃত্যু হতে পারে।
কক্সবাজার উত্তর বন-বিভাগের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায় বলেন, হাতিটি ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ শেষে পুতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা হাতিটির শরীরে কিছু আঘাতের চিহ্ন পেয়েছেন। এ কারণে ড্রেনে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে নাকি কেউ হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জিএম/এসকে
মন্তব্য করুন