• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১২ নেতা বহিষ্কার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৭:৫২
পাবনায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১২ নেতা বহিষ্কার
ফাইল ছবি

পাবনায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে।

রোববার (২১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২০ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন দুপুরে জেলা আওয়ামী লীগের মাসিক সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, বেড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল বাতেন ও ফজলুর রহমান, চেয়ারম্যান পদে ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জুয়েল চৌধুরী, সাহাপুর ইউনিয়নের একলাস হোসেন বাবু, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আনিসুর রহমান আনিস, চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের হাফিজুর রহমান, হরিপুর ইউনিয়নের আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়নের মো. শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়নের রজব আলী বাবলু, হাবিবুর রহমান, হান্ডিয়াল ইউনিয়নের মো. গোলজার হোসেন ও বিলচলন ইউনিয়নের আকতার হোসেন। এদের মধ্যে আব্দুল বাতেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু বলেন, দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ায় দলীয় কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে। যারা নৌকার বাইরে কাজ করবে। তাদের এই ফল ভোগ করতেই হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh