• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কসমেটিকসের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৬:৩৭
কসমেটিকসের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজার শহরের কলাতলী হোটেল ও মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে পাওয়া গেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’।

রোববার (২১ নভেম্বর) বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত দোকানটির মালিক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. হোসেনের ছেলে রাকিব উদ্দিনের (১৯)।

জানা গেছে, শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতে হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তল্লাশি করে সেখান থেকে মিলেছে ৬টি বিদেশি গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ। এ সময় দোকানের মালিককে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, মদ ছাড়াও দোকানে পাওয়া গেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ নেয়। যদিও এসব খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানের আড়ালে কৌশলে এসব মদ বিক্রি করে আসছিল। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
X
Fresh