• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইঁদুরমারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৪:৫৩
ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আজিম উদ্দিন মুসুল্লী (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কৃষকের ভাতিজা আল আমিন মুসুল্লী জানায়, সকালে ফজরের নামাজ পড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান আজিম উদ্দিন। এ সময় ধানখেতের মাঝের আইল দিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ধানখেতের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকার মধ্যে রাতের আঁধারে বিদ্যুতের লাইন ছড়িয়ে রাখে একটি চক্র। তাদের উদ্দেশ্য খেতের ফসল ইঁদুরে যাতে নষ্ট করতে না পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। ওই বিদ্যুতের ফাঁদে আটকেই কৃষক আজিম উদ্দিন মারা গেছে। তবে কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
X
Fresh