• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৩:৫৬
স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি
ফাইল ছবি

ফেনীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী মো. এয়াছিনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২১ নভেম্বর) ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের মোস্তফার মেয়ে শিরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার আহসান উল্লাহর ছেলে মো. এয়াছিনের। বিয়ের পর থেকেই তাদের সংসারে বিবাধ লেগেই থাকত। একপর্যায়ে ২০১৯ সালের ৫ মার্চ অন্তঃসত্ত্বা শিরিনকে বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যা করেন এয়াছিন। ৭ মার্চ এ ঘটনায় ফেনী মডেল থানায় নিহতের মা রেজিয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আলতাফ হোসেন জানান, রায় ঘোষণাকালে আসামি মো. এয়াছিন কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী আবদুস ছাত্তার বলেন, রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল করব।

আদালতের পিপি হাফেজ আহাম্মদ জানান, আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজেই স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
X
Fresh