• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দুর্ধর্ষ সন্ত্রাসী আলম খা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ২১:৪৬
দুর্ধর্ষ সন্ত্রাসী আলম খা গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার দুবলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী আলম খা’কে (৩৫) গ্রেপ্তার করেছে সিআইডি।

শুক্রবার দুপুরে সদর উপজেলার টাটিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হলেও শনিবার বিকেলে সিআইডি এ তথ্য নিশ্চিত করে।

আলম খা সাদুল্লাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের জালাল খার ছেলে। আতাইকুলা থানার আতাইকুন্দা গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। এছাড়া আলমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, ইয়াবাসহ মাদক বিক্রি, ধর্ষণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আলমের গ্রেপ্তার খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

সিআইডি সূত্র জানায়, পাবনা সদর উপজেলার দুবলিয়া এলাকার মানুষজন আলমের অত্যাচারে অতিষ্ঠ ছিল। সে নারী ধর্ষণ, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, অবৈধভাবে পদ্মা নদী থেকে বালি উত্তোলন ও সালিশ বাণিজ্যসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এছাড়া চরমপন্থিদের মধ্যে সে অস্ত্র যোগান দিত বলে অভিযোগ আছে।

সম্প্রতি আতাইকুলা থানার আতাইকুন্দা গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুর রশিদ কে হত্যার পর মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় আলম খাসহ ১৫ জনের নামে মামলা হলে সিআইডি শুক্রবার তাকে গ্রেপ্তার করে।

সিআইডির সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলম খা কে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট মামলাসহ আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এগুলোর সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আলমের রিমান্ড চাওয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মুক্তিপণ নিয়ে ফেরার পথে ৮ জলদস্যু গ্রেপ্তার
X
Fresh