• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্দরে কন্টেইনার ভর্তি ৭৫ ধরনের পণ্য জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৮:৩৭
বন্দরে কন্টেইনার ভর্তি ৭৫ ধরনের পণ্য জব্দ
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে মিথ্যা তথ্য দিয়ে আনা একটি কন্টেইনার ভর্তি ৭৫ ধরনের পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. শরফুদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

জানা গেছে, আমদানিকারকের ঘোষণা অনুযায়ী মরিশাস থেকে ৮ হাজার ৪০০ কেজি ফেব্রিক্স পণ্য আমদানির কথা। কিন্তু আমদানিকারক ১৫৫১টি কম্বল, ৪৮৩টি জায়নামাজ, ১২০ কেজি বিভিন্ন প্রকার প্রসাধনী ও ২০০ কেজি বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ মোট ৭৫৭০ কেজি পণ্য নিয়ে আসে।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. শরফুদ্দীন মিয়া আরটিভি নিউজকে বলেন, বন্দরে আটক পণ্যবাহী কন্টেইনার আমদানি করে ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে। বন্দর থেকে চালানটির খালাস কাজে নিয়োজিত ছিল নগরীর আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান প্রত্যয় ইন্টারন্যাশনাল।

তিনি আরও বলেন, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
X
Fresh