• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় বৈঠা দিয়ে পিটুনি, স্বতন্ত্র প্রার্থীর ৬ অনুসারী হাসপাতালে

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১৭:৩০
নেত্রকোনায় বৈঠা দিয়ে পিটুনি, স্বতন্ত্র প্রার্থীর ৬ অনুসারী হাসপাতালে
নেত্রকোনায় বৈঠার পিটুনিতে স্বতন্ত্র প্রার্থীর ৬ অনুসারী হাসপাতালে, ছবি : প্রতিনিধি

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নে নৌকা প্রার্থীর লোকজন বৈঠা দিয়ে পিটিয়ে স্বতন্ত্র প্রার্থীর ছয় অনুসারীকে আহত করেছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন

আহতরা হলেন- দুর্গাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোকন সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, এহসানুল হক, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান জজ মিয়া

ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক আলম সরকার থানায় অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডিগড় বাজারে হামলা চালিয়ে এই পিটুনির ঘটনা ঘটে

পুলিশ স্থানীয়রা জানান, বিকেলে চণ্ডিগড় বাজার এলাকায় প্রচারণা শেষে কেরণখলার উদ্দেশে রওনা দেন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা সময় নৌকা প্রার্থী আলতাবুর কাজলের ভাই মিলন মিয়ার নেতৃত্বে ১০-১২ জন লোক তাদের গতিরোধ করে নির্বাচনী প্রচারের গাড়ি, মাইকসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে তখন হামলাকারীদের সঙ্গে থাকা কাঠের বৈঠা দিয়ে বেধরক পিটুনি দেয় তাদের এতে ছয়জন আহত হন বাজারে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান

দুর্গাপুর থানার ওসি শাহনুর আলম হামলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত শুরু করেছি আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে

পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত
স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন নাসরিন
উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আটক ৮
পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিস্ফোরণ, ঝরে গেল ২৫ প্রাণ
X
Fresh