Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ১৫:৫৫
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬:১৭
discover

ইজিবাইকের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার 

ইজিবাইকের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার 
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অদুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাস চালক সোলায়মান আলীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার বকচর মণ্ডলপাড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নজরুল ইসলাম টুকু (৬৫), মাস্তা মেকুরাই গ্রামের রাজা শেখের ছেলে সোহাগ শেখ (১৯), গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া এলাকার রহমত উল্লাহ আলামিনের ছেলে আশরাফ মিয়া (৭০), মধ্যপাড়া এলাকার মৃত সন্তোষ কুমারের ছেলে সুজন কুমার বিশ্বাস (৩৮) ও রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আবদুল বাকীর ছেলে রিপন মিয়া (৩৩)। অন্যজনের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ছাড়া বাস চালক সোলায়মান আলীকে বগুড়ার মোকামতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS