• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দলীয় প্রতীক ছাড়াই এক উপজেলায় হবে ইউপি নির্বাচন

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২১, ২৩:৪৭
দলীয় প্রতীক ছাড়াই ৪র্থ ধাপের ইউপি নির্বাচন!

আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকছে না, উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জামালপুর জেলা আওয়ামী লীগ ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক যৌথসভায় সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ও তাদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুহাম্মদ বাকী বিল্লাহ।

তিনি বলেন, জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রার্থী সবার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রতীক থাকছে না।

তিনি আরও জানান, বুধবার (১৭ নভেম্বর)বিকালে জেলা পরিষদ মিলনায়তনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে এক জরুরি যৌথসভায় জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সব প্রার্থীর উপস্থিতিতে উন্মুক্ত নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
X
Fresh