• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে শিশুকে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যাচেষ্টা, আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট, লক্ষ্মীপুর

  ২৩ মে ২০১৭, ২৩:৩২

লক্ষ্মীপুরে মিলন নামের দশ বছরের শিশু শ্রমিককে মারধর করে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর অসুস্থ শিশুটিকে মঙ্গলবার রাত ৮ টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার মজু চৌধুরী হাটে এ ঘটনা ঘটে।

মিলন জেলার কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে। চিকিৎসক বলেন, শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয়।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত ৯টার দিকে সদরের মজু চৌধুরী হাট এলাকা থেকে রিয়াজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মজু চৌধুরী হাটে সেলিমের খাবারের হোটেল মিলন কাজ করতো। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজ নামে এক যুবকের পরিবহন চাকা মেরামতের গ্যারেজের সামনে দুষ্টমি করে। এ সময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে ধরে নিয়ে চড়-থাপ্পড় দেয়। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তির (চালকের সহযোগি) সহযোগীতায় জোরপূর্বক শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশা ও সাইকেলের হাওয়ার যন্ত্র) হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে সে অসুস্থ হয়ে বমি করে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh