• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২১, ১৩:১০
দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত
গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতলে নেওয়া হচ্ছে

কক্সবাজার সদর উপজেলায় ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এ ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান পুতু (৩৫) খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আকতারুজ্জামান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আকতারুজ্জামান মারা যান।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত তিন ম্যাজিস্ট্রেটসহ ৯ 
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ৪ দিন আগে গুরুতর জখম ব্যক্তির মৃত্যু
X
Fresh