• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, চাঁদপুর

  ২২ মে ২০১৭, ১৫:৩৭

চাঁদপুরে এক যুবককে হত্যা মামলায় সাধন হোসেন কাজী নামে (২৮) যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এ দণ্ডাদেশ দেন।

নিহত মনির হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ীর মৃত নুর মিয়া বেপারীর ছেলে।

দণ্ডপ্রাপ্ত সাধন হোসেন হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ীর মৃত বেনু কাজীর ছেলে।

জানা যায়, মনির ও সাধন পূর্ব পরিচিত ছিল। পরে তাদের মধ্যে বিরোধ হলে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার সময় সাধন মনিরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বছরের ২৬ মে নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় সাধনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুস সাকিব ২০১৪ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ পাঁচ বছর পর সাধনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh