• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনটেস্ট বাইক চলতে পারবে না: পুলিশ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২১, ২০:৫০
অনটেস্ট বাইক চলতে পারবে না 
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্স বিহীন বা অনটেস্ট মোটরসাইকেল আটক অভিযানে নেমেছেন মেহেরপুর পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। প্রথম দিনে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৮টি মোটরসাইকেল জব্দ ও ৩টি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জানা গেছে, শনিবার (৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে সদর থানা পুলিশ ১৯টি, গাংনী থানা পুলিশ ২৫টি ও মুজিবনগর থানা পুলিশ ১৪টি অনটেষ্টা মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরযান আইনে সদর থানা পুলিশ ২টি ও মুজিবনগর থানা পুলিশ একটি মামলা দায়ের করে।

এ সময় পুলিশ সুপার (এসপি) রাফিউল আলমের নেতৃত্বে সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি বজলুর রহমান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, টাউন ফাঁড়ি পুলিশসহ পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ সুপার রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগ পর্যন্ত মেহেরপুর জেলায় একটিও অনটেস্ট গাড়ি চলতে দেওয়া হবে না।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বেপরোয়া বাইকারদের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী
X
Fresh