• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে তীব্র সংকট খাবার পানির (ভিডিও)

শাফায়েত হোসেন, বান্দরবান

  ২২ মে ২০১৭, ১০:৫৫

ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে বান্দরবানের পাহাড়ি এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত জুম চাষ, নির্বিচারে বৃক্ষ নিধন ও ঝিরি-ঝর্ণা থেকে অবাধে পাথর উত্তোলন পানি সংকটের মূল কারণ। এছাড়া প্রয়োজনীয় অর্থবরাদ্দ না থাকায় তিন উপজেলার জনবহুল এলাকায় পানি সরবরাহ প্রকল্প অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

গ্রীষ্মমৌসুম এলেই বান্দরবানের পাহাড়ি এলাকায় দেখা দেয় তীব্র পানি সংকট। ফলে এসময় বিশুদ্ধ খাবার পানির অভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়িদের জীবনযাত্রা। ফলে ঝিরি-ঝর্ণার পাশে ছোট পাত কুয়া বানিয়ে সেখান থেকে পানি সংগ্রহ করেন তারা। তবে এ গ্রীষ্ম মৌসুমে এসব ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। এতে চরম বিপর্যয়ে স্থানীয়রা।

এদিকে আলীকদম উপজেলায় কাজ শুরুর প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি পানি শোধনাগার প্রকল্প। ফলে এ থেকে বঞ্চিত হচ্ছেন ৩০ হাজার মানুষ।

বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, প্রকল্পটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে মাঝপথে বরাদ্দ না পেয়ে স্থবির হয়ে আছে প্রকল্পের কাজ।

বান্দরবানে পানি সংকট দূর করতে স্থায়ী পানি সরবরাহ প্রকল্প চান স্থানীয়রা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh