• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মাদক-সন্ত্রাস-জঙ্গি নির্মূলে সুস্থ বিনোদনের বিকল্প নেই’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ২১:৫৭

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

রোববার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী অডিটোরিয়ামে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিজিটাল সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিটি পাড়ায়-মহল্লায় খেলাঘর গড়ে তোলার আহ্বানও জানান মোরশেদ আলম।

উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন ‘পথিক খেলাঘর আসর’র সম্মেলন উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পথিক খেলাঘরের প্রধান উপদেষ্টা বেঙ্গল গ্রুপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র পরিচালক বিলকিছ নাহার।

এ সময় বিলকিছ নাহারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘পথিক খেলাঘর আসর’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh