• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের নির্যাতনে মৃত্যুর খবরে থানা ঘেরাও, ভাঙচুর

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২১, ২১:৫৫
পুলিশের নির্যাতনে মৃত্যুর খবরে থানা ঘেরাও, ভাঙচুর
পুলিশের নির্যাতনে মৃত্যু, থানা ঘেরাও

রংপুরের হারাগাছে পুলিশের হাতে আটক তাজুল নামে এক মাদকসেবীকে পিটিয়ে হত্যার অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকিছু রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, হারাগাছ থানা পুলিশ নয়াটারী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় তাজুল ইসলাম নামে এক মাদক সেবীকে মারধর করে। এক পর্যায়ে রাইফেলের বাট দিয়ে তাজুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।

খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যায়।

উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়ে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। টিয়ার শেলের আঘাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় হারাগাছ থানা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি শওকত আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
X
Fresh