• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে অবাধে কাটা হচ্ছে পাহাড়, হুমকিতে পরিবেশ (ভিডিও)

রাজ্জাক রুনু, সিলেট

  ২০ মে ২০১৭, ১৫:৫৩

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত সিলেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে আবাসন গড়ে তোলা হচ্ছে।

পাহাড় কাটা বন্ধে মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন তৎপর হলে স্বল্প সময় বিরতি দিয়ে ফের চলে এ অপকর্ম।

এদিকে, পাহাড় কাটতে গিয়ে ভূমি ধসের কারণে বিভিন্ন সময়ে মাটি চাপায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টি বাদলের দিনেই এই ভূমি ধসের আশংকা সবচাইতে বেশি।

পাহাড়-টিলার মনোরম পরিবেশই সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির রূপ দিয়েছে। কিন্তু মনোরম এ পরিবেশ আজ হুমকির মুখে কিছু অসাধু ব্যক্তির জন্য। নগরীর বালুচর, আখালিয়া, সুবিদবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হচ্ছে পাহাড়ের মাটি। তোলা হচ্ছে অট্টালিকা আর ব্যবসা প্রতিষ্ঠান। পাহাড় কাটতে গিয়ে ভূমিধ্বসে ঘটছে প্রাণহানিও। গেলো ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায়, পাথর তুলতে গিয়ে মাটি চাপায় নিহত হন পাঁচ শ্রমিক।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দীর্ঘমেয়াদী ভারি বৃষ্টি না হওয়ায় সিলেট অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনা কম। তবে পাহাড় কেটে স্বাভাবিকতা নষ্ট করলে, ধসের আশঙ্কা থেকে যায়।

সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জেদান আল মুসা জানান, পুলিশ নিজে বাদী হয়ে এ ঘটনায় বেশ কিছু মামলা করেছে। পাহাড় কাটা বন্ধে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। এলাকাবাসী যদি পাহাড় কাটার বিষয়ে আমাদের খবর দেয়ে তাহলে আমারা সেখানে তাৎক্ষণিক অভিযান চালাবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh