• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আত্মনির্ভরশীল করতে মেয়েদের শেখানো হচ্ছে তাইকোয়ান্ডো (ভিডিও)

শাফায়েত হোসেন, বান্দরবান

  ২০ মে ২০১৭, ১৪:০৯

আত্মরক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে, তাইকোয়ান্ডো শেখানো হচ্ছে বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের।

বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সহায়তায় গেলো জানুয়ারি মাস থেকে সপ্তাহে দু’দিন এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুরুর দিকে আগ্রহ কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা।

দেশের বিভিন্ন স্থানে, দিন দিন যেন বেড়ে চলেছে ইফটিজিং ও নারীর প্রতি সহিংসতার ঘটনা। এমন পরিস্থিতিতে মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাইকোয়ান্ড প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সেনাবাহিনী পরিচালিত বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এ বছরের শুরু থেকে সপ্তাহে দু’দিন করে চলে প্রশিক্ষণ। প্রাথমিক পর্যায়ে ২০/৩০ জন নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১শ’।

প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, যেকোন অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেদের রক্ষায় সব মেয়েরই এমন কৌশল রপ্ত করা জরুরী।

বান্দরবানের মতো দেশের প্রতিটি প্রতিষ্ঠানে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে, মেয়েদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh