• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাংস না পাওয়ায় ভেঙে গেল বিয়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ০৮:৪৪
মাংস না পাওয়ায় ভেঙে গেল বিয়ে
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস বেশি চাওয়াকে কেন্দ্র করে বর পক্ষের ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কনে পক্ষের লোকজনের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমীতে গত রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় আহত তিন জনকে সদর হাসপাতালে নেয়া হয়। সে ঘটনার পর রাতে বিয়ে বিচ্ছেদ হয় ওই দম্পতির। তবে তা জানাজানি হয় গতকাল সোমবার (২৫ অক্টোবর)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২ বছর আগে দশমী গ্রামের রহিম আলীর সৌদি প্রবাসী ছেলে সবুজ আলীর সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় মুঠোফোনে। বিয়ের পর সুমি বাবার বাড়িতেই থাকতেন।

সম্প্রতি বর সবুজ দেশে ফেরেন। গত রোববার আনুষ্ঠানিকতা শেষে নববধূকে তুলে নেয়ার কথা ছিল। দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। বিপত্তি বাধে খাবার সরবরাহের সময়। শেষ মুহূর্তে বরপক্ষের লোকজন আরও মাংস চাইলে তা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

বরপক্ষের লোকজন আরটিভি নিউজের কাছে অভিযোগ করেন, মাংস চাওয়ায় তাদের ওপর লাঠি নিয়ে চড়াও হন কনেপক্ষ। এতে আহত হন তিনজন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আলমগীর আলী ছেলে শাহ জামাল (২৮), একই এলাকার মৃত গোলাম রাব্বানীর ছেলে ফারুক হোসেন (৩৫) ও আব্দুর রহিমের ছেলে আসমান আলী (৩৫)। আহতদের মধ্যে ফারুক ও আসমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ভর্তি রাখা হয় শাহ জামালকে। পরে তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।

কনে পক্ষের লোকজন আরটিভি নিউজকে জানিয়েছেন, ভাত না খেয়ে কেবল মাংস চাচ্ছিল বরপক্ষের লোকজন। তা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে রোববার রাতে দুই পক্ষের সমঝোতায় ভিত্তিতে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় খামারিদের কারসাজিতে ৫০০-তে নামছে না গরুর মাংস 
‘আমার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র আছে’
মাংস বিক্রি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন খলিল
খলিলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি সম্ভব নয় : ভোক্তার ডিজি
X
Fresh