• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ২১:১১
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে চিকিৎসা নেওয়া ১২ জন ব্যক্তির নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, মৃত রতন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২০), মৃত ফুল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৪), মৃত রবিউল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৫), সুরুজ খানের ছেলে রুবেল খান (২২), আবদুল আলীর ছেলে স্বপন আলী (৩২), নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (১৯), সায়েম মিয়ার ছেলে আজিজুল ইসলাম (১৬), আশরাফ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), আনোয়ার হোসেনের ছেলে আসিফ হোসেন (১৮), গাজীউর রহমানের ছেলে সেলিম রহমান (৩২), মৃত আবদুর রহিমের ছেলে আবু সাইদ (৩৩), জমির হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নে দুপক্ষ সক্রিয়। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও অন্যপক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির মিয়া। দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে।

সম্প্রতি বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় বিরোধ শুরু হয়। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই দু'পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের ঘটনায় দু'পক্ষেরই অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর বাসার আরটিভি নিউজকে বলেন, রায়পুরার বাঁশগাড়ি থেকে আহত অবস্থায় আসা ১২ জনকে আমরা চিকিৎসা দিয়েছি।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক আরটিভি নিউজকে জানিয়েছেন, সংঘর্ষের সময় আমি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিলাম।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আরটিভি নিউজকে বলেন, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাঁশগাড়িতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
X
Fresh