• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চকলেট খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৮:১০
চকলেট খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি মাদরাসার ৯ শিশু চকলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চিকিৎসারত শিক্ষার্থীরা হলেন, হাসপাতাল এলাকার পূর্ব পাড়ার সাফি (৬), আলিফ (৭), নিমু (৮), আয়ান (৭), ইসমাইল (৭), রুহি (৬), আফসান (৯), মৌমিতা (১০) ও সামিয়া (৮)।

অভিভাবকরা জানান, শনিবার (২৩ অক্টোবর) সকালে কুন্দল পূর্বপাড়া ফোরকানিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের এক প্যাকেট করে চকলেট দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিদুল হাসান সরকার বলেন, পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে ৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, তাদের কেউ কেউ চকলেট, ফুচকা খেয়েছিল। বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
X
Fresh