• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জিনের বাদশা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৭:০০
জিনের বাদশা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি

মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রোববার (২৪ অক্টোবর) সকালে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার চাঁদপুর এলাকার মৃত সোবাহান ঢালীর ছেলে হানিফ ঢালী (৩৫)।

মাহফুজুল ইসলাম জানান, বাগেরহাটের রামপালে একটি সংঘবদ্ধ চক্র জিনের বাদশা পরিচয় দিয়ে অনেকদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ ধরণের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ ওই গ্রুপটির প্রতারণামূলক কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধি করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ অক্টোবর) রাতে রামপালের ফয়লাহাট থেকে কথিত জিনের বাদশা হানিফ ঢালীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ১০টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ ঢালী কথিত জিনের বাদশা ও দরবেশ সেজে প্রতারণা করে মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেন। এছাড়াও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে তিনি অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh