• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীর হামলার ঘটনায় ২৫ মামলায় গ্রেপ্তার ১৭৪

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ২৩:৩৬
নোয়াখালীর হামলার ঘটনায় ২৫ মামলায় গ্রেপ্তার ১৭৪
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম

নোয়াখালীর হামলার ঘটনায় ২৫ মামলায় এখন পর্যন্ত ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মো. শহীদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি ৪০৯ জন এবং অজ্ঞাত সাড়ে ৭ হাজার। গ্রেপ্তার ১৭৪ জনের মধ্যে এজাহারভুক্ত ৮৯ জন ও সন্দেহভাজন ৮৫ জন রয়েছেন।

তিনি আরও বলেন, বেগমগঞ্জ থানার ১০ মামলায় আসামি ২১৯ জন। গ্রেপ্তার ১২২ জন। এরমধ্যে এজাহারভুক্ত ৬৩ ও সন্দেহভাজন ৫৯ জন।

সোনাইমুড়ি থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি ৬ জন। এরমধ্যে এজাহারভুক্ত একজন ও সন্দেহভাজন ৮ জন রয়েছেন।

হাতিয়া থানার ১০ মামলায় আসামি ১৬০ জন। এখানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত ১২ জন ও সন্দেহভাজন ১৪ জন।

কবিরহাট থানার একটি মামলায় সন্দেহভাজন ২ জন, কোম্পানিগঞ্জ থানার একটি মামলায় একজন, চাটখিল থানায় একটি মামলায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনবাগ থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি ৬ জন।এরমধ্যে এজাহারভুক্ত ৬ জন ও সন্দেহভাজন দু’জনসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি একরামুলের শাস্তি দাবি জেলা আ.লীগের
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh