• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে বাসে ধাক্কায় আলগামন চালক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৭, ০৮:৩৫

মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির পরিবহন বাসের ধাক্কায় জামাত আলী (৪০) নামের আলগামন চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুই পথচারী।

নিহত জামাত আলী মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জামাত আলী স্যালো মেশিন চালিত আলগামনে মুরগী নিয়ে কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছালে আলগামনের জ্বালানি ফুরিয়ে যায়। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামের কয়েকজন।

এসময় ঢাকা থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলগামনসহ রাস্তার পাশে ছিটকে পড়েন জামাত আলীসহ দুই জন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে জামাত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত পশ্চিম মালসাদহ গ্রামের তাইজেল হোসেনকে (৩৫) কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জামাত আলীর মরদেহ রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী পরিবহন শনাক্তের কাজ চলছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh