• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পূজামণ্ডপে হামলার ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার ৯

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১২:১৩
পূজামণ্ডপে হামলার ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার ৯
ফাইল ছবি

চট্টগ্রামের জেএমসেন পূজামণ্ডপে হামলার ঘটনায় ছাত্র অধিকার ও যুব পরিষদের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. নাছির, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মো. রাসেল, মো. মিজান, ইয়ার মোহাম্মদ, গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত, মো. হাবিবুল্লাহ মিজান, মো. ইমন ও মো. ইমরান হোসেন।

ইমরান ছাড়া বাকি সবাই ছাত্র অধিকার ও যুব পরিষদের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা ওইদিনের হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

জানা গেছে, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র ‘কোরআন’ রাখার ঘটনার প্রতিবাদে গত ১৫ অক্টোবর জুমার নামাজ শেষে একদল লোক মিছিল সহযোগে নগরের জেএমসেন পূজামণ্ডপে হামলা করে। এ ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh