• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ একজন আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১১:৩১
ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ একজন আটক
আটককৃত ব্যক্তি

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নজু (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, আটককৃত নজরুল ইসলাম রায়ভাগ গ্রামের আতাবুদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে হিলির রায়বাগ সীমান্তের ২৮৬/১৪ সাব পিলারের কাছে বিজিবি'র একটি টহল দল অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেখানেই মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের উইং সেটের ভেতর থেকে ৪শ ৬৬ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বার উদ্ধার হয়।

তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলের সিজার মূল্য ৩০ লাখ টাকা।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
X
Fresh