• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৪ ছাত্রের চুল কাটা: তদন্ত কমিটির প্রতিবেদন জমা আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৫:২১
১৪ ছাত্রের চুল কাটা: তদন্ত কমিটির প্রতিবেদন জমা আজ
ফাইল ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে দুই দফা সময় নেওয়ার পর অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের তদন্ত কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।

এর আগে ফারহানা ইয়াসমিন বাতেনকে দু’দফায় তদন্ত কমিটি ডাকার পরও তিনি না এসে সময় প্রার্থনা করেন। প্রথমে তাকে আর সময় দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও তিনি বারবার ই-মেইলে সময়ের আবেদন করেন। তার এই আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি তাকে দু’সপ্তাহ সময় দিয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১টায় উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য নতুন সময় বেঁধে দেয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, তিনি আজকে উপস্থিত না হলেও তদন্ত প্রতিবেদন আজই জমা দেওয়া হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh