• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিস্তার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ১৪:৩২
তিস্তার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে 
পানি বিপৎসীমার ওপরে

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি ফের বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ৩০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।

এর আগে বুধবার (২০ অক্টোবর) ১০টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারেজ পয়েন্টে বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। আর ১১টার দিকে জানানো হয়, পানি প্রবাহিত হচ্ছে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, ‘তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।’

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০ ফুট উঁচু বিলবোর্ডের ওপরে উঠলেন নিজে, অতঃপর...
X
Fresh