• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পল্লী বিদ্যুতের লরিচাপায় মাদরাসাশিক্ষক নিহত

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২১, ২৩:৫৬
পল্লী বিদ্যুতের লরি চাপায় মাদরাসা শিক্ষক নিহত
ফাইল ছবি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় শহিদ উদ্দিন পিয়াস (৩২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর মোল্লা বাড়ির মাইজ উদ্দিন বেলু মেম্বারের ছেলে। সে দেবীপুর সুলতানিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত পিয়াস মোটরসাইকেল যোগে ফেনী আসার পথে দেওয়ানগঞ্জ পৌঁছালে পল্লী বিদ্যুতের পিলার পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি মোটরবাইকের উপর ছিটকে পড়ে। ওই লরিরচাপায় পিয়াস ঘটনাস্থলেই মারা যান।

আরেক প্রত্যক্ষদর্শী আরটিভি নিউজকে জানিয়েছেন, লরিটি সামনে আরেকটি পাওয়ার ট্রলির সঙ্গে বাঁধা ছিল। পাওয়ার ট্রলির গতির কারণে এক পর্যায়ে লরিটির রশির বাঁধন খুলে বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেল ওপর গিয়ে পড়ে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh