• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে, স্বামীর কপালে জুটলো ২ বছরের জেল

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ২১:৪২
স্ত্রীর মামলায় স্বামীর ২ বছরের জেল 
ফাইল ছবি

ফেনীতে স্ত্রীর দায়ের করা মামলায় এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর)ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেনী শহরের বিরিঞ্চি তালতলা এলাকার তাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সুজন (৩৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে কোহিনুর আক্তারের সঙ্গে ২০১০ সালের ২৪ মে সুজনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। গত বছরের শেষের দিকে জুয়েল তার স্ত্রী কোহিনুরের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কোহিনুরের বাবা যৌতুক দিতে অপারগতা জানালে জুয়েল তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং দ্বিতীয় বিয়ে করেন। এদিকে গত বছরের ৩০ ডিসেম্বর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন কোহিনুর। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করলে আপস মীমাংসার কথা বলে ৩ দিন পর জামিন নিয়ে পালিয়ে যান জুয়েল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাকির হোসেন জানান, রোববার (১৭ অক্টোবর) রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
X
Fresh