• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেঘনায় ট্রলারডুবিতে শিশু নিহত, নিখোঁজ মা-ছেলে 

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১৯:২০
মেঘনায় ট্রলারডুবিতে শিশু নিহত, নিখোঁজ মা-ছেলে 
নিহত শিশুর মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার ‘চর কুকরি মুকরি’ ইউনিয়নে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা স্বপন (২৬) ও দাদি বিলকিস বেগম (৫০) নিখোঁজ রয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৩ টায় ওই ইউনিয়নের চর পাতিলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

নিহত শিশু জোনায়েত হোসেন (২) ও নিখোঁজরা উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের বাসিন্দা।

চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাশেম মহাজন বলেন, রোববার (১৭ অক্টোবর) দুপুরের দিকে ওই ট্রলারটি চর পাতিলা থেকে ৯ জন যাত্রী নিয়ে মুজিবনগর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। ছেড়ে আসার কিছুক্ষণ পর মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জোনায়েত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার বাবা এবং দাদি নিখোঁজ রয়েছে।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, যারা নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়রা কাজ করছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh