• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সতিন হত্যার দায়ে গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ১৮ মে ২০১৭, ১৩:৪৩

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সতিন রেহেনা বেগমকে হত্যার দায়ে গৃহবধূ তাজিয়া বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে উপজেলার পশ্চিম সুলতানী গ্রামের আব্দুল মান্নান গাজীর দ্বিতীয় স্ত্রী তাজিয়াকে।

বুধবার বিকেলে তাজিয়া বেগমের উপস্থিতিতেই এ রায় দেন আদলত।

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারি মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল মান্নান গাজী ২০০২ সালে উপজেলার তেতুলিয়া গ্রামের রেহেনা বিয়ে করেন। পরে ঢাকায় গিয়ে তাজিয়াকে গোপনে বিয়ে করেন। ঢাকা থেকে তাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে ২০১২ সালের ১৬ আগস্ট দু’স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রেহেনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাজিয়া। মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণে মৃত্যু হয় তার।

এ ঘটনায় তাজিয়াকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা করেন রেহেনার ভাই বাবুল হোসেন। ওই বছরের ১২ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম তাজিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্য নিয়ে এ দিন রায় দেন বিচারক।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh