• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৬ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১২:৪৮
৬ দিন পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু
হিলিতে আমদানি-রপ্তানি শুরু

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত আরটিভি নিউজকে জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত টানা ছয়দিন স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকাল থেকে আবারও সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী আরটিভি নিউজকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা কার্যক্রম অব্যাহত ছিল। পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিন এই চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh