• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোটালীপাড়ায় চালু হয়েছে ব্যতিক্রমী সেলুন পাঠাগার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৪
কোটালীপাড়ায় চালু হয়েছে ব্যতিক্রমী সেলুন পাঠাগার
কোটালীপাড়ায় চালু হয়েছে ব্যতিক্রমী সেলুন পাঠাগার, ছবি : সংগৃহীত

‘এসো আলোকিত মানুষ হই’ এই স্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে দুটি সেলুন পাঠাগার। শনিবার (১৬ অক্টোবর) সকালে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলার রামশীল ও ত্রিমুখী বাজারের দুটি সেলুনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকার সেলুনে চালু হবে এই কার্যক্রম। রামশীল বাজারের রিজল রায় ও ত্রিমুখী বাজারের লিটন সরকারের সেলুনে পাঠগার উদ্বোধনের পরই বাড়তে থাকে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে সেলুন পাঠাগার উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় বালা। এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা, টিম লাইফ সাপোর্টের টিম লিডার শান্ত দাস, সরফুজ্জামান দাড়িয়া, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক মলয় বালা বলেন, সেলুনের মতো জায়গায় পাঠাগার স্থাপন একটি ভিন্নধর্মী আয়োজন। প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান সময়ে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। বই পড়ার জন্য পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি পাঠক তৈরীতে জ্ঞানের আলো সেলুন পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, বইপড়ার মাধ্যমে মানুষের আত্মিক অবস্থার উন্নতি সাধিত হয়। বই পড়া এখন শুধু অবসরের বিনোদনের মাধ্যম নয় বরং এটি এখন আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক যন্ত্রণা আমাদের কর্মস্পৃহা ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বই-ই হতে পারে অন্যতম নিয়ামক।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আমাদের জীবসত্তা জাগ্রত থাকলেও মানবসত্তা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে সেলুনে পাঠাগার স্থাপন করার প্রয়াস এটি। নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় ঘণ্টা খানেকও অপেক্ষা করতে হয়। এই সময়টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে উপজেলার সকল এলাকায় সেলুন পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে জ্ঞানের আলো পাঠাগার। আজ দুটি সেলুনে পাঠাগার স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
প্রয়াত শিক্ষকের স্মরণে ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ!  
সেলুন পাঠাগার, বইপ্রেমী জামালের প্রশংসা দেশের গণ্ডি ছাড়িয়ে
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
X
Fresh