Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৫:৩৩
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫:৪২

দাম কমেছে পেঁয়াজের 

দাম কমেছে পেঁয়াজের 
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজগুলো প্রকারভেদে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকায় আজ দাম কমে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। শনিবার (১৬ অক্টোবর) হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন আরটিভি নিউজকে জানান, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই পণ্যটির দাম মাঝে মাঝে কমে আবার বৃদ্ধি পায়। এতে সাধারণ ক্রেতাদের অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তবে গত সপ্তাহের থেকে আজ কিছুটা দাম কমেছে। ৩০ টাকার মধ্যে কেজিপ্রতি পেঁয়াজের দাম থাকলে ভালো হতো।

হিলি পাইকারি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাহাবুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, অতিরিক্ত গরম এবং বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পেঁয়াজ। ক্রেতা না থাকায় বিপাকে পড়তে হয়েছে তাদের। পূজার ছুটির কারণে আমদানি বন্ধ রয়েছে।

আমদানি বন্ধ থাকায় প্রতিবারে পেঁয়াজের দাম বাড়লেও এবার তা উল্টো।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেল ১০ অক্টোবর স্থলবন্দর বন্ধের দিনে ৪২ ট্রাকে ১ হাজার ১৩২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS