• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শখের খামারে বিষ

স্টাফ রিপোর্টার (গাজীপুর), আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৩:৫৬
শখের খামারে বিষ
শখের খামার

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন খামারে মালিক গোলাম কিবরিয়া।

শনিবার (১৬ অক্টোবর) সকালে অভিযোগের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জাকির হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খামার করেছেন। খামারে দুদিন আগে কে বা কারা যেন বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে গেছে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, সত্যতা পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
X
Fresh