• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আশুগঞ্জে আরজে টাওয়ার থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৩:১৭
আশুগঞ্জে আরজে টাওয়ার থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিলাসবহুল আবাসিক হোটেল আরজে টাওয়ারের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ৩৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আরজে টাওয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরজে টাওয়ারের বারে অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভতকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন ইজারুল হক, মোস্তাফিজুর রহমান, বাদল মিয়া, অপু চন্দ্র বিশ্বাস, দ্বীন ইসলাম, মোস্তাফিজুর রহমান পিয়ালসহ আরও ৩৩ জন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
X
Fresh