• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ১৭:০০
হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। চার দিন আগে কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা। এখন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। দেশীয় মরিচের সরবরাহ বেড়ে যাওয়াতেই দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া যায়।

কাঁচামরিচ কিনতে আসা মোরশেদ আলী জানান, গত চারদিন আগে কাঁচামরিচের দাম ১০০ টাকার ওপরে ছিল। বর্তমানে দাম অনেকটাই কমেছে। কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে থাকলে আমাদের সাধারণ ক্রেতাদের সুবিধা হতো।

হিলি বাজারের পাইকারি বিক্রেতা বিপ্লব হোসেন জানান, অতিরিক্ত গরমের কারণে দেশীয় কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ায় গত কয়েক সপ্তাহ আগে দাম অনেকটাই বৃদ্ধি ছিল। বর্তমানে দেশীয় কাঁচামরিচের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সেজন্য দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। পূজার কারণে ১১ অক্টোবর থেকে বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও, দেশি কাঁচামরিচের সরবরাহ বাড়ায় এর কোনো প্রভাব পড়েনি।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে আদা-রসুন ও কাঁচা মরিচের দাম, বেড়েছে পেঁয়াজের
X
Fresh