• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'ছয় মাস পর পদ্মা সেতুর উদ্বোধন'  

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ২১:১৯
'ছয় মাস পর পদ্মা সেতুর উদ্বোধন হবে'  
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, আর মাত্র ছয় মাস পরেই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেই বাংলাদেশ পেয়েছিলাম তার বয়স এখন ৫০ বছর। আমরা সেই পঞ্চার বছর উদযাপন করতে যাচ্ছি।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই এখন পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রমেই শুরু করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিনামূল্যে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের মাদারীপুরের শিবচরের রাজারচর উচ্চবিদ্যালয়ের নুর-ই আলম চৌধুরী একাডেমিক বহুতল ভবন উদ্বোধন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, আমেরিকার মতো উন্নত দেশে করোনা পরীক্ষা করাতে ৫০০ ডলার খরচ হয়। সেখানে শেখ হাসিনা বিনামূল্যে এক দিকে করোনার পরীক্ষা করাচ্ছে। অন্যদিকে কোটি কোটি মানুষের মাঝে টিকা প্রদান করছে।

এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লাসহ আরও অনেকে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
‘কোথাও কোথাও নির্বাচনি ফল পূর্বনির্ধারিত ছিল’
তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে গ্রাম আদালত বিল
X
Fresh