• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ১২:০৫
বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার 
গ্রেপ্তারকৃত ফুয়াদ

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলারও আসামি।

জানা গেছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এরমধ্যে দুটি টাকা পাচার ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফরিদুপরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে এইচ এম ফুয়াদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh