• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্জন পাহাড়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা  

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ১১:২০
নির্জন পাহাড়ে বজ্রাঘাতে ১১ মাসের শিশুর মৃত্যু 
ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বজ্রাঘাতে মো. আল-আমিন নামের ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) রাত পৌনে ৩টার দিকে বজ্রাঘাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই মো. আল-আমিন মারা যায়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছদুরখীল এলাকার নির্জন পাহাড়ের একটি ঘরের ওপর বজ্রাঘাতে শিশুটি মারা যায়। আহত মা-বাবা চিকিৎসাধীন রয়েছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
অষ্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
X
Fresh