• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইলিশ ধরায় ৫৬ জনের জেল-জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ১০:১৬
পদ্মা-যমুনায় অভিযানে ৫৬ জেলের জরিমানা
৫৬ জেলের জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহনের দায়ে ৫৬ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

জেসমিন সুলতানা জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে বুধবার (১৩) ভোররাত পর্যন্ত পদ্মা ও যমুনার নদীতে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহনের দায়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদের মধ্যে ইলিশ শিকারের সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে ১৫ দিন করে ও ১ জনকে এক মাসের জেল দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বাকী ৪৯ জন ইলিশ ক্রয়-বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত থাকায় মোট ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এছাড়া অভিযানের সময় জব্দ করা প্রায় ৮০ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
X
Fresh