• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিনহা হত্যা মামলা, শেষ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২১, ১২:০৫
সিনহা হত্যা মামলা, শেষ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেষ দিনে ৩২তম সাক্ষী লে. কর্নেল মো. ইমরান হাসানকে দিয়ে প্রতিদিনের মতো আদালতের কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আরটিভি নিউজকে জানিয়েছেন, সিনহা হত্যা মামলায় পঞ্চম দফায় ৩২নং সাক্ষী লে. কর্নেল মো. ইমরান হাসানের মধ্যদিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।

অন্যান্য সাক্ষীরা হলেন- এএসআই নজরুল, এসআই মো. সোহেল সিকদার, সৈনিক হিরা মিয়া, মো. শহীদ উদ্দীন, মো. নবী হোসেন, মো. আবুল কালাম, এল এস আবু সালাম ও কনেস্টবল শুভ পাল।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh