• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে প্রথম ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু  

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ২৩:১৫
সিরাজগঞ্জে প্রথম ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু  
ফাইল ছবি

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ বছরে সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ মোছা: জীবন্নাহার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাপলা খাতুন (২০) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সেনা সদস্য রঞ্জুর স্ত্রী।

জানা গেছে, শাপলা খাতুন (২০) শরীরে জ্বর নিয়ে গত রোববার (১০ অক্টোবর) ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

তবে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফরিদুল ইসলাম কোনও তথ্য দিতে পারেননি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক আরটিভি নিউজকে বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানিনা। তবে খোঁজ নিয়ে দেখবো। যদি এমনটি হয় তাহলে এবছরে সিরাজগঞ্জে এটাই ডেঙ্গু জ্বরে প্রথম মৃত্যু।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh