• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশকে রড দিয়ে আঘাত করে পালালেন তরুণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ২১:১৯
পুলিশকে রড দিয়ে আঘাত করে পালালেন তরুণ
ট্রাফিক পুলিশকে রড দিয়ে আঘাতের পর হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে রড দিয়ে আঘাত করে পালিয়েছে অজ্ঞাত এক তরুণ। সোমবার (১১ অক্টোবর) দুপুরে শহরের কোর্ট রোড মোড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মলয় কুমার মিত্রকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার দুপুর দুইটার দিকে কোর্ট রোড মোড়ে যানজট নিরসনে কাজ করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র। এ সময় পেছন থেকে এক তরুণ এসে তার মাথায় রড দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে মলয়কে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র আরটিভি নিউজকে জানিয়েছেন, ১৮ থেকে ২০ বছরের এক তরুণ হঠাৎ করে তার মাথায় রড দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পেছন থেকে আঘাত করায় তিনি ওই তরুণের চেহারা দেখতে পাননি।

ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক দেবব্রত কর আরটিভি নিউজকে জানিয়েছেন, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh