• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৩:৪৫
দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন
ফাইল ছবি

দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহন আটকেপড়ার খবর পাওয়া গেছে। এতে যাত্রী, যানবাহনের চালক এবং সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। মূলত, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

জিএম /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত ঘর
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির শত শত বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ’
X
Fresh