• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১২:০৭
দুর্গাপূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চোরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুদু মাহতো (৪২), ক্ষিতিশ মাহতো (৪৫) ও পলাশ (৪০)। নিহতরা সবাই চোরকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়। পরে আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh