• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪০ দিনের বকনা বাছুর দুধ দিচ্ছে আধা লিটার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২৩:০৪
৪০ দিনের বকনা বাছুর দুধ দিচ্ছে আধা লিটার
বাছুর দুধ দিচ্ছে আধা লিটার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের খামারি আফছার আলীর খামারে ৪০ দিন বয়সের এক বকনা বাছুর গত ১৫ দিন থেকে আধা লিটার করে দুধ দিচ্ছে।

রোববার (১০ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খামারি আফছার আলী জানান, বাছুরটির বয়স যখন ২৫ দিন তখন হঠাৎ বাছুরটি খাওয়া ছেড়ে দেয়। পরে খাবার দিতে গিয়ে তিনি দেখেন বাছুরের ওলান ফোলা ফোলা ভাব। তখন তিনি বাছুরের ওলানে হাত দিয়ে দুধ দোহনের মতো করে টানলে ওলান থেকে দুধ আসতে শুরু করে। প্রথমে তিনি অবাক হয়ে যান। তারপর থেকে প্রতিদিন একই সময়ে দুধ দোহন শুরু করেন। প্রতিদিন দুধ সংগ্রহ না করলে ওলান ফুলে শক্ত হয়ে যায়। গত ১৫ দিন ধরে দুধ সংগ্রহ করছেন তিনি।

তিনি আরও জানান, প্রথম দুই দিন তিনি এক পোয়া দুধ পান। এখন তিনি আধা লিটার করে দুধ সংগ্রহ করছেন।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে। হরমোন যদি বেড়ে যায় তাহলে এরকম বকনা গরু থেকে দুধ আসতে পারে। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। যদি এ দুধ স্বাস্থ্যসম্মত হয় তাহলে এটা যে কেউ খেতে পারেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ৬৯ কিশোর
ঢাকায় মিলছে উটের দুধের চা
রাজশাহীতে ৫ টাকায় ডিম, ৭৫ টাকায় মিলবে দুধ 
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
X
Fresh