• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২১:১৪
জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন
পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

যশোরের ভবদহ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় মণিরামপুর উপজেলার বালিধা-পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পার্শ্ববর্তী অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকাবাসীও অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি থেকে দাবি করেন, অবিলম্বে জলাবদ্ধ এলাকার মানুষের প্রতি মানবিক সহায়তা, টিআরএম প্রকল্প চালু, অভয়নগরের আমডাঙ্গা রোজিপুর খাল খনন, মুক্তেশ্বরী-টেকা-হরি নদী খননসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। ভবদহ এলাকা বিশেষ করে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অভয়নগরের নারী ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ, সাবেক অধ্যক্ষ মোতালেব সরদার, মনিরামপুরের নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
চাকরি স্থায়ীর দাবিতে বিআইডব্লিউটিসির অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন 
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবি ছাত্রলীগের মানববন্ধন
X
Fresh